(স্টাফ রিপোর্টার)অভি খায়রুল ইসলামঃ
বিশিষ্ট সমাজ সেবক মানবদরদী আহমেদ ফয়সাল নাইম তুর্য্য এর উদ্দোগে সাভার পৌরসভার প্রতিটি ওয়ার্ডে জনগনের সেবা করার লক্ষে মশা নিধন কার্যক্রম শুরু করেছেন।তিনি সাভার পৌরসভার ৯টি ওয়ার্ডে মশা নিধন করে সাভার আশুলিয়ার জনগনের সুবিধার্থে উপজেলা পর্যায়ে কাজ করবেন বলে জানিয়েছেন।তিনি আরো বলেছেন মশা নির্ধারণ কর্মসূচি পাশাপাশি আরও তিনটি প্রজেক্ট হাতে নিয়েছেন খুব শিঘ্রই কার্যক্রম শুরু হতে যাচ্ছে।ক্রেতা ও ভোক্তা অধিদপ্তর ফাউন্ডেশন এর দপ্তর সম্পাদক মোঃ অভি খাইরুল ইসলাম।মহতি কার্যক্রমে আহমেদ ফয়সাল নাইম তুর্য্য ভাইয়ের পাশে থেকে শ্রম দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।ম্যান ফর ম্যান ফোর্স এর নির্বাহী পরিচালক,মোঃ রাজিবুল ইসলাম রাজীব মহতি কার্যক্রমে আহমেদ ফয়সাল নাঈম তূর্য্য,ভাইয়ের পাশে থেকে শ্রম দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করেছেন প্রতিনিয়ত।রাজিবুল ইসলাম আরো বলেন,আহমেদ ফয়সাল নাইম তুর্য্য এর মত সমাজের সকল সমাজ সেবক,জনপ্রতিনিধি,সম্ভ্রান্ত পরিবারের লোকজন নিজস্ব উদ্দোগে কার্যক্রমে অংশগ্রহন করার জন্য।সবাই মিলে কার্যক্রমে অংশ গ্রহন করলে দ্রুত সময়ের মধ্যে আমরা এলাকা থেকে মশা নিধন করতে পারবো।তিনি সর্বদা মানবিক কাজে পাশে থাকবেন বলে জানিয়েছেন।আজ(৩ই এপ্রিল২০২৪ইং)তারিখ বুধবার জহর নামায আদায় করে সাভার পৌরসভার ৫নং ওয়ার্ডের প্রতিটি গলি ও বাসার আশেপাশে ঔষধ প্রয়োগ করেছেন।মশা নিধনের সময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারন জনগন উপস্থিত ছিলেন।আজ(৩ই এপ্রিল ২০২৪ইং)৫নং ওয়ার্ডের সাভার পাকিজা থেকে ছাপড়া মসজিদ রোড,ব্যাংক কলোনি থেকে ল্যাবরেটরী স্কুল রোড,বাইতুলফালা জামে মসজিদ এলাকার একাংশ সম্পন্ন করা হয়েছে।প্রতিনিয়ত মশা নিধন কার্যক্রম চলমান থাকবে জানিয়েছেন আহমেদ ফয়সাল নাঈম তুর্য্য।