চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামক আশ্রমের চেয়ারম্যান গ্রেপ্তারকৃত প্রতারক মিল্টন সমাদ্দারের স্ত্রী মিঠু হালদারকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)প্রধান কার্যালয়ে আনা হয়েছে।রোববার(৫ই মে ২০২৪ইং)বেলা আনুমানিক ১১ঘটিকার দিকে রাজধানীর মিন্টু রোড মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)’র প্রধান কার্যালয়ে আসেন তিনি।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)এক সূত্র থেকে জানায়,প্রতারক মিল্টন সমাদ্দার বর্তমানে ডিবি হেফাজতে রিমান্ডে আছে।প্রতারক মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়ে তার স্ত্রীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে।এছাড়া গত শনিবার(৪ই মে ২০২৪ইং)ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ জানান,মিল্টনের আশ্রমের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য প্রতারক মিল্টন সমাদ্দারের স্ত্রীকে আনা হয়েছে।এ বিষয়ে তার স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করবো বলে জানান তিনি।