বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকার সাভারের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব আবু আহমেদ নাসিম পাভেল(৬৫)রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।তার মৃতুতে শোক প্রকাশ করে আশুলিয়ার যুবলীগ নেতা দেওয়ান রাজু আহমেদ বলেন,আবু আহমেদ নাসিম পাভেল দীর্ঘদিন যাবৎ কিডনি জণিত রোগে সমস্যায় ভুগছিলেন।মাসখানেক আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর বাংলাদেশ ষ্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু হয়।এছাড়াও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম পাভেলের বড় ছেলে আহমেদ ফয়সাল নাইম তুর্য্য জানান,তার পিতা আবু আহাম্মেদ নাছিম পাভেল(৬৫)কিডনি জনিত রোগে অসুস্থ হয়ে রাজধানীর বাংলাদেশ ষ্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়,বেশ কিছুদিন লাইভ সাপোর্টে ছিলেন। আজ দুপুরে তিনি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন।এছাড়া তিনি আরো বলেন,মরহুম আবু নাসিম পাভেলের শোকাহত পরিবার তার আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
এদিকে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু নাসিম আহমেদ পাভেলের মৃত্যুতে দেশের সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করেছেন।উল্লেখ্য,আবু আহমেদ নাসিম পাভেল গোপালগঞ্জের কৃতি সন্তান।তিনি ঢাকার সাভার মজিদপুর এলাকায় পরিবার পরিজন নিয়ে স্থায়ীভাবে বসবাস করতেন বলে জানান তার পুত্র আহমেদ ফয়সাল নাইম তুর্য্য।