1. info@www.bcnnews24.com : BCN NEWS 24 :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৭:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
যৌথ বাহিনীর অভিযানে আশুলিয়ায় চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী গাঁজাসহ গ্রেফতার। রাজধানী মিরপুর ডিওএইচএসে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতি,লুটপাটকৃত মালামালসহ গ্রেপ্তার ৪। আশুলিয়ায় শহীদ স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাভারের বিরুলিয়ার রাস্তা দুইপাশ দখল করে চাঁদাবাজি,ভোগান্তিতে নাকাল পথচারীরা। জুলাই বিপ্লব কারো একক সম্পত্তি নয়,এটা সার্বজনীন—সাভারে স্মরণ সভায় মোহাম্মদ তমিজ উদ্দিন। দুটি কিডনী অচল,অসহায় রোগীকে বাঁচাতে কনসার্ট আয়োজনসহ পাশে দাড়ালেন বিএনপির নেতা লায়ন মোঃ খোরশেদ আলম। প্রতিবন্ধী মিমের খোঁজে পথে পথে ঘুরছে বৃদ্ধ নানী আমেনা বেগম। ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার এজাহারভুক্ত আরও ২ আসামি গ্রেপ্তার। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংস হত্যার প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন(ববি)’র শিক্ষার্থীরা।

সাভারের ট্যানারিতে সংরক্ষণ হবে ৬ লাখ চামড়া,চামড়া সংরক্ষণে পর্যাপ্ত লবণও মজুদ রয়েছে।

সাভার প্রতিনিধি।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ৬৮৭ বার পড়া হয়েছে

ঢাকা সাভারে দেশের অন্য কোনো জেলা থেকে আগামী সাত দিন কোরবানি করা পশুর চামড়া ঢাকায় ঢুকবে না বলে জানা যায়। প্রায় ১২ লাখ পশুর চামড়া রয়েছে ঢাকার অভ্যন্তরে।এর মধ্যে ছয় লাখ চামড়া ঢুকবে সাভারের ট্যানারিতে বাকিগুলো চলে যাবে পোস্তায়।গত সোমবার(১৭ই জুন ২০২৪ইং)পবিত্র ঈদুল আজহার দিন বিকেল ৪ঘটিকার মধ্যেই সাভারের ট্যানারিতে প্রায় ৪০ হাজার পিছ চামড়া ঢুকেছে বলে জানান।এর মধ্যে ৮০ শতাংশ সংরক্ষণ করা হয়েছে।ঢাকার আশপাশ থেকেও এ ট্যানারিতে চামড়া আসা শুরু হয়েছে।এছাড়া সন্ধ্যায় বিসিক শিল্প নগরীর ট্যানারিতে থেকে এসব তথ্য উঠে আসে।ট্যানারি সংশ্লিষ্টরা বলছেন,রাজধানী ও ঢাকার আশপাশ থেকে পুরো দমে চামড়া আসা শুরু হয়েছে।মালিক ও আড়ৎদাররা সেগেুলো কিনে নিচ্ছেন।বর্তমান সরকার যে দর নির্ধারণ করে দিয়েছে,আমরা সে দামেই চামড়া কিনছি।সরকার লবণনযুক্ত চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে।আমরা লবণ ছাড়া চামড়া ক্রয় করছি।আমরা যখন হাটে ঘাটে যাব তখন সরকার নির্ধারিত দরেই চামড়া কিনবো।আজ লবণ ছাড়া চামড়া আসছে।এসব চামড়ায় লবণ দিতে হয়।এখানে লেবার খরচ ও লবণের খরচ আছে।সব মিলিয়ে চামড়া প্রতি দুই থেকে ২৫০ টাকা খরচ হয়।এই দামটিই আমরা কম রাখছি।তিনি আরও বলেন,আমার কোরবানির চামড়া ক্রয়ের লক্ষ্যমাত্রা প্রায় ১০ হাজার।এ বছর আমি ১ লাখ পিছ চামড়া কেনার সিদ্ধান্ত নিয়েছি।আমরা সব ধরনের চামড়া কিনবো তবে সেটি ধাপে ধাপে।চামড়া ব্যবসায় বর্তমানে সিন্ডিকেট নাই।মাদ্রাসার লোকজনের কাছ থেকে আমরা চামড়া কিনছি,এখানে সিন্ডিকেটের কোনোরকম সুযোগ নাই।এবিষয়ে চামড়ার আড়ৎদার মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন,কাঁচা চামড়া কেনার পর লবণ দিতেই আমাদের এখানে আড়তগুলো গড়ে উঠেছে।আমরা সব আড়ৎদার মিলে প্রায় ৫-৬ লাখ চামড়া কেনার লক্ষ্যমাত্রা নিয়েছি।আমাদের সব কিছুই মজুত আছে।যদি সঠিকভাবে পাই,৫-৬ লাখ চামড়ায় লবণ দিয়ে রাখতে পারব।বিকেলে কিছু চামড়া এসেছে। সন্ধ্যার পর থেকে ব্যাপকভাবে আসতে শুরু হয়।সরকার নির্ধারিত দামে আমরা চামড়া কিনলেও বিক্রির সময় আমরা সঠিক মূল্য পাই না।এখানে আমাদের একটা দুঃখ রয়েছে।বর্তমানে সবকিছুর দাম বাড়াতে আমাদের খরচও বেড়ে গেছে।সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি করতে পারলে আমাদের খরচ বাদ দিয়ে কিছুটা লাভঅংশ থাকতো।তবে চামড়া নিয়ে সিন্ডিকেট বিষয়ে জানতে চাইলে তিনি আরো বলেন,এখনও আমরা সিন্ডিকেটের কোনো আলামত পাইনি,তাছাড়া আমার প্রতিষ্ঠান নিজে ৫০-৬০ হাজার চামড়া কেনার সিদ্ধান্ত নিয়েছে।এদিকে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের(বিটিএ)সাধারণ সম্পাদক ও সালমা ট্যানারির মালিক মোঃ সাখাওয়াত উল্লাহ জানান,দুপুর থেকে কাঁচা চামড়া ট্যানারিতে ঢুকছে।ঈদের প্রথম দুদিন প্রায় ৫ লাখ পিস চামড়া শিল্প নগরীতে ঢুকবে।সাভারের হেমায়েতপুরের তেতুলঝোড়া ইউনিয়নের হরিনধারা এলাকার বিসিক শিল্পনগরী ট্যানারির চেয়ারম্যান সঞ্জয় কুমার ভৌমিক বলেন,বিসিক ও শিল্প মন্ত্রণালয় থেকে উদ্যোগ নিয়ে সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (সিইটিপি)প্রস্তুত করা হয়েছে।আগের যেকোনো সময়ের তুলনায় সাভারে সিইটিপি বর্তমানে অনেক ভালো অবস্থায় রয়েছে।ব্লোয়ার ছয়টির জায়গায় প্রায় ১৬টি সচল।ট্যানারির ভেতর দুটি বর্জ্য সংরক্ষণের জন্য পুকুর করা হয়েছে।একটি শতভাগ ও একটির ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। বর্তমানে সাভার ট্যানারি ৬ লাখ চামড়া সংরক্ষণের জন্য প্রস্তুত।তিনি আরও বলেন,দেশের অন্য জেলা থেকে চামড়া সাত দিন ঢাকা শহরে প্রবেশ করতে পারবে না।আমাদের জেলা প্রশাসক ও পুলিশ সুপার এব্যাপারে দায়িত্ব পালন করছেন।এছাড়া এতিমখানা ও মাদ্রাসার সংগ্রহ করা চামড়ার জন্য বিনা মূল্যে লবণ দেওয়া হয়েছে।তাদের কাজ শুধু ৬ ঘণ্টার মধ্যে লবণ দিয়ে সংরক্ষণ করা।একটা হিসাব করেছি,প্রায় ১২ লাখ নতুন চামড়া ঢাকার ভেতর রয়েছে।৬লাখ সাভারের ট্যানারি ও বাকীগুলো ঢাকার পোস্তায় সংরক্ষণ করা হবে।এছাড়া কাঁচা চামড়া সংরক্ষণের জন্য ঢাকার হাজারীবাগেও অনুমতি দেওয়া হয়েছে।শুধু তাই নয় সাভার,আমিনবাজার ও দেশের বিভিন্ন জায়গায় মৌসুমি ব্যবসায়ীদের কাছে সংরক্ষণের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে।সেজন্য পর্যাপ্ত লবণ মজুদ রাখা হয়েছে।লবণের দাম যেন বৃদ্ধি করতে না পারে সেজন্য জাতীয় ভোক্তা অধিকার পর্যবেক্ষণ করছে।সারা বাংলাদেশে মনিটরিং টিম রয়েছে।এখন পর্যন্ত লবণের কোনো ঘাটতি হয়নি।সঞ্জয় কুমার আরও বলেন,আমরা হিসাব করে দেখেছি এক লাখ মেট্রিক টন লবণ লাগবে,সেখানে আমাদের ১লাখ ৪৭হাজার মেট্রিক টন মজুদ রয়েছে।লবণের মূল্য গতবারে তুলনায় দুই টাকা কম।এটি ঠিক করতে প্রশাসনের সবাই কাজ করছে।এখন পর্যন্ত সব ধরনের প্রস্তুতি সফল হচ্ছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত