পাবনা একটি বেসরকারি ক্লিনিকে রোগীকে যৌন হয়রানির অভিযোগে এক চিকিৎসক ও ক্লিনিক মালিককে গ্রেপ্তার করেছে পাবনা সদর থানা পুলিশ।শনিবার(৬ই জুলাই২০২৪ইং)পাবনা সদর থানায় অবস্থিত নিউ মেডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টার নামক প্রতিষ্ঠান থেকে তাদের আটক করা হয়।আটককৃত-নিউ মেডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টারের মালিক পাবনা শহরের শালগাড়িয়া ইংলিশ রোডের মৃত ফরমান আলীর ছেলে জীবন আলী এবং অভিযুক্ত চিকিৎসক শহরের শালগাড়িয়ার মৃত সুবোদ কুমার সরকারের ছেলে ডাঃ সোভন সরকার।অভিযোগ সূত্রে জানা যায়,গত শনিবার দুপুরে ওই নারী তার স্বামীর সঙ্গে পাবনা শহরে বেসরকারি ক্লিনিক নিউ মেডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আল্ট্রাসনোগ্রাম করাতে যান।পরে তাকে নির্ধারিত কক্ষে নিয়ে নারী সহকারীকে দিয়ে তলপেটে জেল মেখে দেওয়া হয়।এসময় কৌশলে ওই নারী সহকারীকে বাহিরে পাঠিয়ে রোগীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন উত্তেজনা মূলক কথাবার্তা বলেন।পরে সঙ্গে সঙ্গে রোগী বাহিরে এসে বিষয়টি তার স্বামীকে জানালে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।এসময় রোগী ও তার স্বামীকে বিষয়টি নিয়ে আর বাড়াবাড়ি না করার জন্য হুমকি ধামকি দেওয়া হয়।পরে ভুক্তভোগীরা থানা পুলিশের আশ্রয় নেন।বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)রওশন আলী জানান,চিকিৎসা নোট আসা ভুক্তভোগী নারী সদর থানায় একটি যৌনহয়রানির একটি লিখিত অভিযোগ করেন,পরে ওই ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।তাছাড়া তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।