স্টাফ রিপোর্টার:(সাভার)।
সাভারে কোটা সংস্কার ও সরকার পতনের ১ দফা দাবি আন্দোলনে সারাদেশে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সাভার পৌর এলাকার শাহীবাগে ঢাকা জেলা ছাত্রদলের পক্ষ থেকে এ দোয়া মাহফিলের আয়োজন করেন তাজ খান নাঈম।এসময় বিএনপি-ছাত্রদলের নেতাকর্মী স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।পরে আন্দোলনে শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।এ বিষয়ে তাজ খান নাঈম বলেন,আমার সারাদেশে শহীদের দোয়া মাহফিলের আয়োজন করেছি।সেই সাথে চলমান পরিস্থিতিতে আমাদের দলীয় নেতাকর্মী ও শিক্ষার্থীসহ সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করেছি।যাতে কেউ কারও বাড়ি ঘরে ভাংচুর হামলা না করে এবং বাহিরের এলাকা থেকে এসে অরাজকতা সৃষ্টি করতে না পরে সে বিষয়টি সবাইকে বুঝানোর চেষ্টা করেছি।প্রতিহিংসা চাই না আমরা,বিএনপি শান্তির দল।