1. info@www.bcnnews24.com : BCN NEWS 24 :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
যৌথ বাহিনীর অভিযানে আশুলিয়ায় চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী গাঁজাসহ গ্রেফতার। রাজধানী মিরপুর ডিওএইচএসে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতি,লুটপাটকৃত মালামালসহ গ্রেপ্তার ৪। আশুলিয়ায় শহীদ স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাভারের বিরুলিয়ার রাস্তা দুইপাশ দখল করে চাঁদাবাজি,ভোগান্তিতে নাকাল পথচারীরা। জুলাই বিপ্লব কারো একক সম্পত্তি নয়,এটা সার্বজনীন—সাভারে স্মরণ সভায় মোহাম্মদ তমিজ উদ্দিন। দুটি কিডনী অচল,অসহায় রোগীকে বাঁচাতে কনসার্ট আয়োজনসহ পাশে দাড়ালেন বিএনপির নেতা লায়ন মোঃ খোরশেদ আলম। প্রতিবন্ধী মিমের খোঁজে পথে পথে ঘুরছে বৃদ্ধ নানী আমেনা বেগম। ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার এজাহারভুক্ত আরও ২ আসামি গ্রেপ্তার। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংস হত্যার প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন(ববি)’র শিক্ষার্থীরা।

ছাত্র-জনতা’কে হত্যার দায়ে ঢাকা-১৯’আসনের সাবেক দুই এমপিসহ ১১৯ জনের বিরুদ্ধে মামলা।

সাভার প্রতিনিধি।
  • প্রকাশিত: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ২৮৭ বার পড়া হয়েছে

সাভার ও আশুলিয়ায় সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতাকে পিটিয়ে ও গুলি করে হত্যার দায়ে ঢাকা-১৯ আসনের(সাভার-আশুলিয়া)’র সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম ও তৌহিদ জং মুরাদসহ ১১৯ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।মামলায় আরও অর্ধশতক অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।শনিবার(১৭ই আগস্ট ২০২৪ইং)সকালে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ।এর আগে শুক্রবার(১৬ই আগস্ট ২০২৪ইং)রাত ১১ঘটিকার দিকে মামলাটি দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আশুলিয়ার বাইপাইলে নিহত আস-সাবুরের চাচাতো ভাই সাহিদ হাসান ওরফে মিঠু।এছাড়াও নিহত আস-সাবুর(১৭)নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন মহাদেবপুর গ্রামের এনাফ নায়েদ ওরফে জাকির হোসেনের ছেলে।সে আশুলিয়ার জামগড়া এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থেকে শাহীন স্কুলের ১০ম শ্রেণীতে পড়াশোনা করতো বলে জানা যায়।তাছাড়া এই দায়েরকৃত হত্যা মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছে,সাভার পৌর মেয়র আব্দুল গনি,আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিনপাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান,
আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাবউদ্দিন মাদবর,ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ সুমন ভূঁইয়া ও তার বোন জামাই রুবেল আহমেদ ভুঁইয়া ওরফে জামাই রুবেল,এছাড়াও সাভার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার,আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার এবং যুগ্ম-আহবায়ক মঈনুল ইসলাম ভুইয়া সহ ১১৯ জনের নাম।দায়েরকৃত হত্যা মামলার এজাহার সূত্রে জানা যায়,গত ৫ই আগস্ট বেলা ১০ ঘটিকার দিকে সাবুর নিজের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করার জন্য তাদের ভাড়া বাসা জামগড়ার শিমুলতলা থেকে বাইপাইলে যায়।পরে আনুমানিক দুপুর ২ঘটিকার দিকে মামলার বাদী খবর পান তার তার ভাই সাবুর মৃত অবস্থায় বাইপাইল মোড়ে পড়ে আছে।এমন খবরে লোকজন নিয়ে বাইপাইল মোড়ে গিয়ে তার ভাইয়ের ক্ষত-বিক্ষত নিথর দেহ পড়ে থাকতে দেখেন।এসময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা তাকে পিটিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।এদিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ এএফএম সায়েদ জানান,গত শুক্রবার(১৬ই আগস্ট ২০২৪ইং)রাতে ১১৯ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা করেছেন।তাছাড়া মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।তবে প্রসঙ্গত,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাভার ও আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় গত ৪ ও ৫ই আগস্ট ২০২৪ইং আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হামলায় ৩৬ জনের মৃত্যু হয়েছে।এছাড়াও গুলিবিদ্ধসহ আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত