পটুয়াখালী ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি কমপ্লেক্সসহ দেশের বিভিন্ন স্থানে আন্দলোনের ঘটে যাওয়া সংবাদ সংগ্রহকালে গণমাধ্যমকর্মী ও প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।বুধবার(২১শে আগস্ট ২০২৪ইং) সকালে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের উদ্যোগে ক্লাবের সামনে এ প্রতিবাদ ও সমাবেশের কর্মসূচি পালন করা হয়।এছাড়াও এ মানববন্ধন কর্মসূচি সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন।এদিকে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সভাপতি মো:কামাল হোসেন,
জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট নাজমুল হাসান,জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ,যুগ্ম সাধারণ সম্পাদক কেএম শাহাদাত হোসেন,ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মাহাদী হাসান,আইনজীবী আবু সাইদ খানসহ স্থানীয় সাংবাদিক
স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ ছাত্র-জনতার প্রতিনিধিরাসহ আরো অনেকেই।এ সময় বক্তব্যে বলেন,বিগত বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে সংবাদ সংগ্রহকালে দেশের অনেক স্থানে পুলিশ ও ছাত্রলীগের গুলিতে গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন।এছাড়া পুলিশ ও ছাত্রলীগের গুলিতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন অসংখ্য গণমাধ্যমকর্মী।এদিকে বিগত দিনে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি কমপ্লেক্সে গণমাধ্যমকর্মী একযোগে অসঙ্গতি,বিভিন্ন দুর্নীতিবাজ ও বৈষম্যের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে গণমাধ্যমের বস্তুনিষ্ঠতা পরিবেশন ও প্রমাণ করতে সক্ষম হয়েছে বলে জানান তিনি।তাছাড়া আজ আমরা বিগত দিনে দেশের বিভিন্ন স্থানে আন্দলোনের ঘটে যাওয়া সংবাদ সংগ্রহকালে গণমাধ্যমকর্মীদের ওপর হামলাকারী ও ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউজের সাতটি প্রতিষ্ঠানে ন্যক্কারজনক হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচার করার দায়িত্ব থাকা অন্তরর্ভুতী সরকার ও ছাত্র-জনতার কাছে জোরদার দাবি জানিয়েছেন।এছাড়াও মানববন্ধন কর্মসূচিতে উপস্থিতি থাকা বক্তারা আরও বলেন,স্বাধীন দেশে দিনে-দুপুরে মিডিয়ার ওপর নগ্ন হামলা দুর্বৃত্তায়নের জানান দেয়।তবে অচিরেই এই দুর্বৃত্তায়নের চর্চা বন্ধ করতে হবে বলে মন্তব্য প্রকাশ করেন এই বক্তব্যের মাধ্যমে।