1. info@www.bcnnews24.com : BCN NEWS 24 :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
যৌথ বাহিনীর অভিযানে আশুলিয়ায় চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী গাঁজাসহ গ্রেফতার। রাজধানী মিরপুর ডিওএইচএসে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতি,লুটপাটকৃত মালামালসহ গ্রেপ্তার ৪। আশুলিয়ায় শহীদ স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাভারের বিরুলিয়ার রাস্তা দুইপাশ দখল করে চাঁদাবাজি,ভোগান্তিতে নাকাল পথচারীরা। জুলাই বিপ্লব কারো একক সম্পত্তি নয়,এটা সার্বজনীন—সাভারে স্মরণ সভায় মোহাম্মদ তমিজ উদ্দিন। দুটি কিডনী অচল,অসহায় রোগীকে বাঁচাতে কনসার্ট আয়োজনসহ পাশে দাড়ালেন বিএনপির নেতা লায়ন মোঃ খোরশেদ আলম। প্রতিবন্ধী মিমের খোঁজে পথে পথে ঘুরছে বৃদ্ধ নানী আমেনা বেগম। ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার এজাহারভুক্ত আরও ২ আসামি গ্রেপ্তার। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংস হত্যার প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন(ববি)’র শিক্ষার্থীরা।

হবিগঞ্জে ভারতীয় নেমে আসা ঢলে ২৫ হাজার মানুষ পানিবন্দি।

জেলা প্রতিনিধি (সিলেট)
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৫৪২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি(সিলেট)।
হবিগঞ্জে কয়েকটি নদীর উজান থেকে নেমে আসা ভারতীয় ঢলে বন্যা কবলিত সাড়ে ৬ হাজার পরিবারের ২৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।তাছাড়া বন্যা কবলিত হবিগঞ্জ জেলার পানিবন্দি যেসব উপজেলা গুলো রয়েছে-চুনারুঘাট,মাধবপুর,শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ সদর।শেষ খবর পাওয়া পর্যন্ত এসব এলাকার মানুষের জন্য ১১৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।গত বুধবার (২১শে আগস্ট ২০২৪ইং)রাত সারে ১২ঘটিকার দিকে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব)সুমি রানি পাল এ তথ্য নিশ্চিত করেন।তিনি আরো বলেন, শেষ খবর পাওয়া পর্যন্ত চার উপজেলায় ১৬টি ইউনিয়নের প্রায় ৬ হাজার ৪১০টি পরিবার ও ২৫ হাজার ৬০৮ জন মানুষ পানিবন্দি হয়ে পরেন।তাদের জন্য ১১৬টি বন্যায় আশ্রয় কেন্দ্র প্রস্তুত,এছাড়াও বন্যায় কবলিত পানিবন্দি মানুষদের বিতরণের জন্য ৯৬৫ টন চাল,এক হাজার ৫৬০ প্যাকেট শুকনো খাবার ও নগদ ২১ লাখ ২৭ হাজর ৫০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এদিকে বুধবার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার বাল্লা পয়েন্টে খোয়াই নদীতে পানির উচ্চতা ছিল ২৩ দশমিক ২১ মিটার ।যা বিপৎসীমার ২০১ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে।একই সময়ে নদীর শায়েস্তাগঞ্জ পয়েন্টে ১৪ দশমিক ০২ মিটার বা বিপৎসীমার ১২৭ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে এবং সদর উপজেলার মাছুলিয়া পয়েন্টে সন্ধ্যায় পানির উচ্চতা মাপা হয় ১১ দশমিক ০০ মিটার। যা বিপৎসীমার ১৯৫ সেন্টিমিটার ওপরে ছিল বলে তথ্য নিশ্চিত করেন।তবে রাত ১ঘটিকার সময়ে শেষ খবর পাওয়া পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে নতুন নতুন এলাকার রোপা আমনের বীজতলা ও সবজির জমিতে বন্যার পানি প্লাবিত হয়ে ও বিভিন্ন মৎস্য খামারী থেকে মাছ ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত