1. info@www.bcnnews24.com : BCN NEWS 24 :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
যৌথ বাহিনীর অভিযানে আশুলিয়ায় চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী গাঁজাসহ গ্রেফতার। রাজধানী মিরপুর ডিওএইচএসে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতি,লুটপাটকৃত মালামালসহ গ্রেপ্তার ৪। আশুলিয়ায় শহীদ স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাভারের বিরুলিয়ার রাস্তা দুইপাশ দখল করে চাঁদাবাজি,ভোগান্তিতে নাকাল পথচারীরা। জুলাই বিপ্লব কারো একক সম্পত্তি নয়,এটা সার্বজনীন—সাভারে স্মরণ সভায় মোহাম্মদ তমিজ উদ্দিন। দুটি কিডনী অচল,অসহায় রোগীকে বাঁচাতে কনসার্ট আয়োজনসহ পাশে দাড়ালেন বিএনপির নেতা লায়ন মোঃ খোরশেদ আলম। প্রতিবন্ধী মিমের খোঁজে পথে পথে ঘুরছে বৃদ্ধ নানী আমেনা বেগম। ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার এজাহারভুক্ত আরও ২ আসামি গ্রেপ্তার। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংস হত্যার প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন(ববি)’র শিক্ষার্থীরা।

সাভারে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ।

স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সাভারে ব্যবসা প্রতিষ্ঠান ও গরুর খামারে হামলা চালিয়ে লুটপাট করেছে দূর্বৃত্তরা।বুধবার দিবাগত রাতে ভাকুর্তা ইউনিয়নের সোলাই মার্কেট এলাকায় এঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আব্দুর রহমান বাদী হয়ে এঘটনায় সাভার মডেল থানা অভিযোগ দায়ের করেছেন।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এঘটনায় অভিযুক্তরা হলেন,
ভাকুর্তা লুটেরচর এলাকার সোহেল(৩৫)ভাকুর্তার গোলাম মস্তফার ছেলে আসাদ উল্লাহ(৩৫)ও এবাদুল্লাহ(২৮) মৃত সিরাজ উদ্দিন সেরনের ছেলে মোসলেহ উদ্দিন মসু(৫০)মোসলেহ উদ্দিন মসুর ছেলে আমজাদ হোসেন(২৩)গোলাম মোস্তফার ছেলে মারুফ(৩০)রহমত আলী(৩০)সুজন(৩২)হিন্দু ভাকুর্তার জহিরুল ইসলাম গোয়াল ছেলে আমজাদ হোসেন(৩২)আলী আকবরের ছেলে জাকির হোসেন(৩২)মৃত মোসলেহ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম(৪৫)মৃত লাট মিয়ার ছেলে আল ইসলাম(৩৫)মৃত নুর মোহাম্মদের ছেলে নজরুল ইসলাম (৪৫)সহ অজ্ঞাত আরো১০০/১৫০ জনের বিরুদ্ধে।অভিযোগ সূত্রে জানাযায়,ভাকুর্তা ইউনিয়নের সোলাই মার্কেট সংলগ্ন আর আর এগ্রো ফার্ম নামে একটি গরুর খামার,ইনডো ইন্টারনেট সার্ভিস নামে একটি ইন্টারনেট সংযোগ প্রতিষ্ঠান ও ভাকুর্তা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড ব্যবসা প্রতিষ্ঠানে কিছু দিন যাবৎ উপরোক্ত বিবাদীগণ প্রতিষ্ঠানের মালিক আব্দুর রহমানকে ব্যবসায় বাঁধা প্রদানসহ বিভিন্ন ভাবে ব্যবসার ক্ষতি করার চেষ্টা ও হুমকি প্রদান করে আসছিল।তারই প্রেক্ষিতে বুধবার রাতে একটি নম্বর থেকে নিজেকে সোহেল মারুফ পরিচয় দিয়ে আব্দুর রহমানকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করাসহ তাকে খুন জখম করার হুমকি প্রদান করে এবং ওই ব্যক্তির সাথে সমঝোতা করতে হবে বলেও জানান।তানা হলে আব্দুর রহমানকে ব্যবসা করতে দিবে না এবং তার ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করাসহ আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার হুমকি প্রদান করেন।পরে গভীর রাতে অভিযুক্তরা বিভিন্ন দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে বে-আইনী জনতাবদ্ধে এসে তার অফিস ও খামারের দরজার তালা ভেঙ্গে অফিস ভাংচুর ও লুটপাট করে গরুসহ বিভিন্ন মালামাল পিক-আপ গাড়ী যোগে লুট করে নিয়ে যায়।পরে খবর পেয়ে তাৎক্ষণিক আব্দুর রহমান অফিসে এসে দেখে অফিসের তালা ভাঙ্গা ও অফিসের মালামাল ভাংচুর করে অফিসে থাকা ৩০ হাজার টাকা মুল্যের ষ্টীলের আলমিরা,ইন্টারনেট সংযোগের কাজে ব্যবহৃত ৩টি ও এসটি সার্ভার মেশিন যার মূল্য ৪লক্ষ ৫০হাজার টাকা,৩লক্ষ টাকা মূল্যের নেট ওয়ার্ক এক্সেসরিজ মূল্য ২টি আইপিএস ১লক্ষ ৯০ হাজার টাকা,২লক্ষ টাকার অফিসের চেয়ার,টেবিল, সোফাসহ বিভিন্ন আসবাবপত্র,৭৫ হাজার টাকার ১টি মাইকোটেক মেশিন,১লক্ষ টাকার সিসিটিভি ক্যামেরা ও ডিভাইস,খামারের ৪টি ষাড় গরু যার অনুমান মূল্য ৬ লক্ষ টাকা,২টি সিলিং ফ্যান ৭ হাজার টাকাসহ মোট ১৮ লক্ষ ৭২ হাজার টাকার মালামাল বিবাদীরা লুট করে নিয়ে যায়।এবং বিভিন্ন মালামাল ভাংচুর করে অনুমানিক আরো ৫ লক্ষ টাকার ক্ষতি করেছে।এ ছাড়াও তার অফিসের বাড়ীয় মালিক হাজী মোঃ ইয়াকুব আলী(৫৫)ও তার কর্মচারী মোঃ আনোয়ারুল ইসলাম মজিব(৩৫)ঘটনার সময় তারা বিবাদীদের বাঁধা দেয়ার চেষ্টা করলে তার লাঠি দ্বারা এলোপাথারী মারপিট করে অফিস কর্মচারীর শরীরের বিভিন্ন স্বানে জখম করাসহ হুমকি প্রদান করেছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত