1. info@www.bcnnews24.com : BCN NEWS 24 :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
যৌথ বাহিনীর অভিযানে আশুলিয়ায় চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী গাঁজাসহ গ্রেফতার। রাজধানী মিরপুর ডিওএইচএসে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতি,লুটপাটকৃত মালামালসহ গ্রেপ্তার ৪। আশুলিয়ায় শহীদ স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাভারের বিরুলিয়ার রাস্তা দুইপাশ দখল করে চাঁদাবাজি,ভোগান্তিতে নাকাল পথচারীরা। জুলাই বিপ্লব কারো একক সম্পত্তি নয়,এটা সার্বজনীন—সাভারে স্মরণ সভায় মোহাম্মদ তমিজ উদ্দিন। দুটি কিডনী অচল,অসহায় রোগীকে বাঁচাতে কনসার্ট আয়োজনসহ পাশে দাড়ালেন বিএনপির নেতা লায়ন মোঃ খোরশেদ আলম। প্রতিবন্ধী মিমের খোঁজে পথে পথে ঘুরছে বৃদ্ধ নানী আমেনা বেগম। ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার এজাহারভুক্ত আরও ২ আসামি গ্রেপ্তার। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংস হত্যার প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন(ববি)’র শিক্ষার্থীরা।

সাভারে ছাত্র আন্দোলনে হত্যা মামলায় ওলামালীগ নেতা ফয়েজ অরফে ঘোমটা ফয়েজ গ্রেপ্তার।

সাভার প্রতিনিধি।
  • প্রকাশিত: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

সাভার প্রতিনিধিঃ
সাভারে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে শিক্ষার্থী হৃদয় আহম্মেদ’কে গুলি করে হত্যার ঘটনায় সাভার মডেল থানায় দায়ের করা এজাহারভুক্ত আসামী ওলামালীগ নেতা ফয়জুল ইসলাম ওরফে ঘোমটা ফয়েজ’কে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানার পুলিশ।শুক্রবার(০৪ই অক্টোবর ২০২৪ইং)সকালে সাভারের আমিনবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়, ওলামালীগ নেতা ফয়জুল ইসলাম অরফে ঘোমটা ফয়েজ’কে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার উপপরিদর্শক(এসআই)নূর আলম।হত্যা মামলার এজাহারভুক্ত গ্রেপ্তারকৃত আসামী ফয়জুল ইসলাম অরফে ঘোমটা ফয়েজ(৩৮)সাভারের আমিন বাজার ইউনিয়নের নরসিংহপুর এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।সে আমিন বাজার ইউনিয়নের ওলামালীগের সভাপতি বলে জানা যায়।এদিকে মামলার এজাহার সূত্রে জানা যায়,গত(৫ই আগস্ট ২০২৪ইং) বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে হৃদয় আহম্মেদ সাভারের থানারোড় মুক্তিমোড় এলাকার আসেন কথা সেখানে ছাত্রদের যৌক্তিক দাবির পক্ষে একাত্মতা পোষণ করে ছাত্র আন্দোলনে যোগ দেন তিনি।এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ হুকুমে এবং প্ররোচনায় আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও আওয়ামী অঙ্গসংঘঠ অজ্ঞাতনামাসহ আরও বেশকিছু অজ্ঞাত নামা আসামিরা ছাত্রদের উপর অতর্কিত হামলা চালায়।এ সময় হামলার সাথে সরাসরি জড়িত এজাহারভুক্ত আসামিদের সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনরত ছাত্র-জনতাদের’কে ধাওয়া করে এবং এলোপাতাড়ি আগ্নেয়াস্ত্র দিয়া উপর্যুপরি গুলি বর্ষণ করে।এসময় গুলিবিদ্ধ হয়ে আন্দোলনে যোগদান দেওয়া ছাত্র হৃদয়ের বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়।পরে তাকে গুলিবিদ্ধ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।পরে সেখানে ৭২ঘন্টা নিবির পরিচর্চা(আইসিইউ)’তে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত(৮ই আগস্ট২০২৪ইং) সকালে গুলিবিদ্ধ ছাত্র হৃদয় শেষ নিশ্বাস ত্যাগ করেন।পরে এঘটনায়(৩১শে আগস্ট ২০২৪ইং)নিহতের পরিবার হৃদয়ের বাবা রাজু আহম্মেদ বাদি হয়ে সাভার মডেল থানায় ১১৭ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত নামা ১৫০-২০০ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের পরিবার।এছাড়া এই মামলার এজাহার ভুক্ত আসামী করা হয় ওলামালীগ নেতা ফয়জুল ইসলাম অরফে ঘোমটা ফয়েজ’কে।এবিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক(এসআই)নূর আলমের কাছে প্রশ্ন করলে তিনি বলেন,বিকেলে সাভারের আমিন বাজার এলাকায় অভিযান চালিয়ে ফয়জুল ইসলাম অরফে ঘোমটা ফয়েজ’কে গ্রেপ্তার করা হয়।এছাড়াও তার বিরুদ্ধে বৈষম্য বিরোধীছাত্র-জনতা আন্দোলনে শিক্ষার্থী হত্যাসহ(৬ই আগস্ট ২০২৪ইং)আমিনবাজার এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাট ও অগ্নিসংযোগেরও মামলা রয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত