স্টাফ রিপোর্টারঃ
ঢাকার সাভারে ভাকুর্তা ইউনিয়নে পরিবেশের ছাড়পত্র বিহীন রিসাইকেলিং অবৈধ ২টি প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়।পরিবেশ দূষণ করে অবৈধভাবে গাড়ির পরিত্যক্ত টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি করার অভিযোগে প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে সাভার উপজেলা প্রশাসন।এছাড়াও রবিবার(২০শে সেপ্টেম্বর২০২৪ইং)বিকেলে সাভার উপজেলার আওতাধীন ভাকুর্তা ইউনিয়নের হিন্দু ভাকুর্তা এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার(ভূমি)এস এম রাসেল নূর।এ অভিযানে পরিবেশ ছাড়পত্র ব্যতীত ক্ষতিকর রিসাইক্লিং টায়ার কারখানা পরিচালনা করার দায়ে পরিবেশ সংরক্ষণ আইনে মেমার্স মীমহা রিসাইক্লিং কারখানায় নগদ ১ লক্ষ টাকা এবং মেসার্স এস এস রিসাইক্লিং কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এই দুটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে আর্থিক জরিমানা বিষয় প্রশ্ন করলে তিনি গণমাধ্যমের প্রশ্নের জবাবে সাভার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি)এস এম রাসেল নূর বলেন,ওই এলাকায় পরিবেশ ছাড়পত্র বিহীন এসব প্রতিষ্ঠানের মালিকরা পরিবেশ দূষণ করে অবৈধভাবে দীর্ঘদিন ধরে গাড়ির পরিত্যক্ত টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি করে আসছিল।যার ফলে ওই এলাকায় পরিবেশের মারাত্মক ক্ষতির পাশাপাশি ফসলি জমিতে ফসল উৎপাদন ক্ষতিগ্রস্তসহ বায়ুদূষণের কারনে হয়ে নানান রোগে আক্রান্ত হচ্ছেন আশেপাশের বসবাসরত এলাকাবাসী।এদিকে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সকালে তিনি ওই এলাকার ২টি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।তাছাড়া এলাকাবাসী এসব অবৈধ প্রতিষ্ঠান দুটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার জন্য আহ্বান জানান প্রশাসনের কাছে।এবিষয় প্রফেসর ড. মতিউর রহমান বলেন,যানবাহনে পরিত্যক্ত টায়ার পুড়ানোর কারনে তৈরৈ হচ্ছে কার্বন মনোক্সাইড নাইট্রোজেন ও মিথেনসহ বিভিন্ন ধরনের ক্ষতিকারক রাসায়নিক গ্যাস যা বাতাসের সাথে ছড়িয়ে পরিবেশ ও মানবদেহের মারাত্মক ক্ষতি কারন বলে জানান তিনি।