স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর মগবাজার এলাকায় মহিষের গুঁতায় ঘটনাস্থলে সাথী আক্তার(৩০)নামক এক নারীর মৃতু হয়েছে।এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও তিনজন।বুধবার(৬ই নভেম্বর২০২৪ইং)সন্ধ্যা ৭ঘটিকার দিকে মগবাজার আমবাগান চল্লিশঘর এলাকায় এ ঘটনা ঘটে।আহত তিনজন’কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা যায়।আহত ব্যক্তি-শামছু মিয়া(৫০),নাদিরা আক্তার(২৩)ও তাঁর স্বামী মোঃ রনি(৩০)।এবিষয়ে আহত নাদিরার ভাই মোঃ নাহিদ জানান,সন্ধ্যার দিকে একটি মহিষ ছুটে এসে তাঁদের আমবাগানের বাড়িতে ঢুকে পড়ে।এ সময় নারী-পুরুষসহ কয়েকজনকে গুঁতা মেরে দৌড়ে চলে যায়।এতে তাঁর বোন নাদিরা,তাঁর স্বামী রনিসহ কয়েকজন আহত হন।গুরুতর আহত হন সাথী আক্তার নামের এক নারী।তাঁকে দ্রুত ঢাকা কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাথী আক্তার কে মৃত ঘোষণা করেন।এদিকে মহিষটি মগবাজার পাগলামাজার এলাকা থেকে ছুটে এসেছে বলে জানান আনোয়ার হোসেন নামের এক স্থানীয় ব্যক্তি।এছাড়া ডিএমপির হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই)মোঃ মনিরুজ্জামান বলেন,জানতে পেরেছি মগবাজার আমবাগান চল্লিশঘর এলাকায় একটি মহিষের গুঁতায় একজন মারা গেছেন।এছাড়াও কয়েকজন আহত খবর পাওয়া গেছে।তবে এবিষয়ে বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি।