বিসিএন নিউজ ডেস্কঃ
বিজয় দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ,দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা আগামী ১৬ই ডিসেম্বর ২০২৪ইং মহান বিজয় দিবসে জাতির শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ।ইতোমধ্যে পুরো স্মৃতিসৌধ এলাকা ধুয়ে-মুছে পরিষ্কারসহ রঙতুলির কাজও শেষ করা হয়েছে।সেইসঙ্গে স্মৃতিসৌধ এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।এদিকে গত বৃহস্পতিবার(১২ই ডিসেম্বর ২০২৪ইং) সকাল থেকে সব দর্শনার্থী নোটিশের মাধ্যমে সাময়িক প্রবেশ নিষিদ্ধ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।এছাড়াও জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে গিয়ে দেখা যায়,লাল ইটে সাদা রঙের ছোঁয়া শুভ্রতা ছড়াচ্ছে সৌন্দর্য।বিভিন্ন স্থানে লাল টবে শোভা পাচ্ছে বাহারি রঙ্গের ফুলের গাছ ও লেকের পানিতে নতুন করে রোপণ করা হয়েছে লাল শাপলা।সব মিলিয়ে একবারে সাজিয়ে তোলা হয়েছে পুরো স্মৃতিসৌধ প্রাঙ্গণ।সাভার জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান,দুই সপ্তাহ ধরে শতাধিক কর্মী কাজ করছেন স্মৃতির এ মিনারসহ ধোয়ামোছা এবং সাজসজ্জায়।চত্বরের সিঁড়ি ও নানা স্থাপনায় লেগেছে রঙতুলির আঁচড়।নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে চারদিক সিসিটিভির আওতায় আনা হয়েছে।এ বিষয়ে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এক ব্রিফিংয়ে বলেন,১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।প্রায় ২৩ কিলোমিটার মহা সড়কে ১১টি সেক্টরের মাধ্যমে তিন হাজার পুলিশের ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।সার্বিক সময় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে।এছাড়াও পুলিশ,র্যাব,ট্রাফিকসহ আইনশৃঙ্খলা বাহিনী স্মৃতিসৌধের ভেতর ও বাহিরে নিরাপত্তার সার্থে সতর্ক অবস্থায় থাকবে বলে জানান তিনি।