স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর ঢাকায় থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে ৩১শে ডিসেম্বর ২০২৪ইং রাত ১২ঘটিকার পরপরই চারদিক কাঁপিয়ে আতশবাজি ও পটকা ফোটাতে থাকে।এর পাশাপাশি ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সাউন্ড বক্সের মাধ্যমে উচ্চ স্বরে গান বাজানো চলমান থাকে।তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বরাবরই নির্দেশনা দিয়ে আসছিলেন ফানুস না ওড়ানো ও আতশবাজি এবং পটকা ফোটানো সম্পুর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়।তবুও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আদেশ অমান্য করে চলতে থাকে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আতশবাজি ও পটকা ফোটানোর উৎসব।এদিকে ধানমন্ডি ৪ নম্বর রোড এলাকায় ফানুস পড়ে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তবে তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন সেটি নিভিয়ে ফেলতে সক্ষম হয়।এছাড়া জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে তথ্য উঠে আসে,ফানুস ও আতশবাজি পোড়ানোর কারণে রাজধানীতে দুই শিশু দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।মঙ্গলবার(৩১শে ডিসেম্বর ২০২৪ইং)রাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস)ডাঃ শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেন।তিনি আরো জানান,ইংরেজি নতুন বছর বরণে পটকা ফোটানোর কারণে দুই শিশু দগ্ধ হয়ে হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় আছে।এদের মধ্যে আহত শিশু একজনের নাম ফারহান(৭)তার শরীরের প্রায় ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরেক শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।তবে তাদের বিস্তারিত ঘটনা জানা যায়নি।এছাড়া আগুনে দগ্ধ শিশুর পরিবার বলেছে,নতুন বছর বরণ করতে রাস্তাঘাটে পটকা ফোটানোর কারণে শিশুটি দগ্ধ হয়েছে।এদিকে ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা রাফি আল ফারুক রাত পৌনে ২ঘটিকার দিকে জানান ,উড়ন্ত অবস্থায় একটি ফানুস ধানমন্ডি চার নম্বর রোডের একটি সুপারশপের ওয়েস্টিজ মালামালের মধ্যে পড়লে সেখানে প্রচণ্ড ধোঁয়া হয়।পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগে স্থানীয় লোকজন সেটি নিয়ন্ত্রণে আনেন।মগবাজার মোড় এলাকার স্থানীয় বেশ কিছু বাসিন্দা জানান,মগবাজার টিউলিপ সেলুনের পাশের গলিতে রাতভর গান বাজনা ও খাওয়া দাওয়া ও পটকা ফোটানোর মহড়া চলে।এতে আশেপাশের লোকজন আতঙ্কে রাত কাটাতে থাকে।এছাড়াও পটকা ও আতসবাজি বিকট আওয়াজে কারনে ঘরে ঘুমিয়ে থাকা শিশুরা একটু পরপর কেঁপে উঠে ভয়ে কান্নাকাটি শুরু করে।এছাড়া রাজধানীর বিভিন্ন অলিতে-গলিতে নতুন বছর বরণের বাজি ফোটানোর উৎসব চলতে থাকে।নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার স্থানিয় একাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ জানান,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে দফায় দফায় এগুলো না করতে নির্দেশনা দেওয়া শর্থেও এসব আতসবাজি ও পটকা ফোটানো হচ্ছে বলে জানান তিনি।তবে এ নির্দেশনা বাস্তবায়ন হতে দেখা যায়নি বলে অভিযোগ এলাকাবাসীর।