স্টাফ রিপোর্টারঃ
জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভার কলেজ শাখা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আহমেদ ফয়সাল সকল নেতাকর্মী ও সমর্থকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়েছেন।এক বিবৃতিতে আহমেদ ফয়সাল বলেন,জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়।দলের আদর্শ ও লক্ষ্যে উজ্জীবিত হয়ে ছাত্রসমাজের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ছাত্রদল বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।আমি আশা করি,আমাদের এই সংগঠন আগামীতেও ছাত্রদের অধিকার আদায় ও জাতীয় স্বার্থ রক্ষায় কাজ করে যাবে।তিনি আরও বলেন“আজকের এই দিনে আমি সাভার কলেজ শাখার সকল নেতাকর্মীকে আহ্বান জানাই,ছাত্রদলের ঐতিহ্যকে ধারণ করে সংগঠনকে আরও সুসংগঠিত করতে।আমাদের ঐক্যই হবে সফলতার মূল চাবিকাঠি।উল্লেখ্য,১৯৭৯ইং সালের ১লা জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠিত হয়।গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ছাত্রসমাজের ন্যায্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে গঠিত এই সংগঠনটি তার কার্যক্রমের মধ্য দিয়ে একটি শক্তিশালী ছাত্র সংগঠন হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে।ছাত্রদলের এই বিশেষ দিনে আহমেদ ফয়সালের এই বার্তা নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।