নিজস্ব প্রতিবেদকঃ
ধানমন্ডি ৩২ নাম্বারের বাড়িতে কুখ্যাত আয়নাঘর নামে পরিচিত শেখ হাসিনা সরকারের টর্চার সেল হিসেবে ব্যবহৃত তিনটি গোপন বন্দিশালা পরিদর্শন করেছেন দেশ-বিদেশের গণমাধ্যমসহ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূস।এছাড়াও পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন,গুম তদন্ত কমিশন ও উপদেষ্টা পরিষদের সদস্যরাসহ আয়নাঘরে গুম হওয়া ভুক্তভোগীর স্বজনরা।বুধবার(১২ই ফেব্রুয়ারি ১০২৫ইং)অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঢাকার কচুক্ষেত, আগারগাঁও এবং উত্তরা এলাকার তিনটি গোপন কারাগার পরিদর্শন করেন।যেগুলো শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময় টর্চার সেল এবং গোপন বন্দিশালা হিসেবে ব্যবহার হতো বলে জানা যায়।শেখ হাসিনার সময়কার এসব টর্চার সেল এবং গোপন কারাগার আয়নাঘর নামে পরিচিত।পরিদর্শনকালে প্রধান উপদেষ্টাসহ উপস্থিত প্রতিনিধিরা সেখানে ইলেকট্রিক চেয়ারসহ নির্যাতনের জন্য ব্যবহৃত উপকরণ দেখতে পান।ভুক্তভোগীরা তাদের নির্যাতনের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন দেশ-বিদেশের গণমাধ্যম ও গুম তদন্ত কমিশন ও উপদেষ্টাসহ অনেকেই।