সাভার প্রতিনিধি।
সাভার পৌরসভার সাভার সদর ইউনিয়নের একাংশ ৩ নং ওয়ার্ডের আওতাধীন আইচানোয়াদ্দা মৌজাধীন এলাকা পৌরসভার অন্তর্ভুক্ত না করার দাবি জানিয়ে স্থানীয় সরকার বিভাগে চিঠি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা ।মঙ্গলবার এলাকাবাসীর পক্ষে স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর আবেদনটি দাখিল করেন স্থানীয় বাসিন্দা এবং চাপাইন নিউ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রহিম।সম্প্রতি ওই এলাকাটি পৌরসভার আওতা ভুক্ত করতে পৌর প্রশাসন কর্তৃক নেওয়া উদ্যোগের প্রতিবাদে আবেদনটি করা হয়। লিখিত আবেদনে বলা হয়,এলাকাটি বরাবরই ইউনিয়ন পরিষদের অধীনে ছিল এবং এখানকার নাগরিকরা ইউনিয়ন পরিষদ থেকেই তাদের প্রয়োজনীয় সেবা গ্রহণ করে আসছে।কিন্তু সম্প্রতি সাভার পৌর প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে পৌরসভার কর নির্ধারণ টিম এলাকাবাসীর তথ্য সংগ্রহ করার পাশাপাশি এবং পৌরসভার কর আরোপ করবে বলে জানানো হলে ক্ষোভের সৃষ্টি হয়।গত ২০শে ফেব্রুয়ারি সাভার পৌরসভার একটি দল কর নির্ধারণের জন্য সরেজমিনে ওই এলাকায় গেলে স্থানীয়দের সঙ্গে তাদের বাগবিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়।একপর্যায়ে এলাকাবাসীর তোপের মুখে পৌরসভার কর্মীগন মাইকিং কার্যক্রম বন্ধ করে এবং স্থানীয়দের ক্ষোভের মুখে ফিরে যান বলেও আবেদনে উল্লেখ করা হয়।আবেদনে দাবি করা হয়,ওই এলাকার বাসিন্দারা কোনোদিনই পৌরসভার অন্তর্ভুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেনি এবং বর্তমানে ইউনিয়ন পরিষদের অধীনে থেকেই তাদের নাগরিক সুবিধা যথেষ্ট রয়েছে।বিশেষ করে পৌরসভার সঙ্গে সংযুক্ত হলে স্থানীয়দের চলাচলে সমস্যার সৃষ্টি হবে বলে মনে করছেন তারা।এছাড়াও,পৌরসভার অন্তর্ভুক্ত হলে স্বাভাবিকভাবেই স্থানীয়দের উপর বর্ধিত কর আর্থিক চাপ সৃষ্টি করবে বলেও উল্লেখ করা হয় আবেদনে।স্থানীয়দের দাবি,২০০৫ইং সালে একটি গেজেটে তাদের এলাকা পৌরসভার অন্তর্ভুক্ত দেখানো হয়।কিন্তু সেটি অকার্যকর, বেআইনি এবং ষড়যন্ত্রমূলক ছিল।