স্টাফ রিপোর্টারঃ
সাভার নিজের বাবাকে কুপিয়ে হত্যা করেছেন মেয়ে জান্নাত জাহান শিফা(২২)।পরে নিজেই জরুরি সেবা নাম্বার ৯৯৯-এ ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।বৃহস্পতিবার(৮ই মে ২০২৫ইং)সকালে সাভার পৌর এলাকার মজিদপুর কাঠালবাগান এলাকায় আব্দুল কাদেরের ভাড়া বাড়ির পঞ্চম তলায় থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।এ সময় আটক করা হয় মেয়ে জান্নাত জাহান শিফা(২২)’কে।নিহতের নাম আব্দুস সাত্তার মিয়া,তিনি নাটোর জেলার সিংড়া থানার ভগা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।তার স্ত্রী মারা যাওয়ার পর আব্দুল কাদেরর পঞ্চম তলায় তার মেয়ে জান্নাত শিফাকে নিয়ে ভাড়া থাকতেন।পুলিশ সূত্রে জানা যায়,মা মারা যাওয়ার পর নিজের বাবার হাতে কয়েক বার ধর্ষণের শিকার হওয়ার পর মামলা করে ছিলেন জান্নাত জাহান শিফা।সেই মামলায় বাবা সাত্তার গ্রেপ্তার হয়ে কয়েক মাস পর জামিনে বের হয়।এরপর থেকেই বিভিন্ন সময়ে ধর্ষণচেষ্টা ও নির্যাতনের শিকারের ক্ষোভে তার বাবা আব্দুল সাত্তার মিয়াকে হত্যার পরিকল্পনা করে।তারই জেরে বুধবার(৭ই মে ২০২৫ইং)রাতে বাবাকে ভাতের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ান।এরপর ভোর আনুমানিক ল ৪ ঘটিকার দিকে ঘুমন্ত অবস্থায় বাবার বুকে ও পেটে একাধিক ছুরিকাঘাত করে হত্যা করেন, পর্বতের নিজেই হত্যার কথা শিকার করে জরুরী সেবা ৯৯৯-এ খবর দেন জান্নাত জাহান শিফা।এদিকে ঘটনার বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জুয়েল মিয়া বলেন,ভোরে ৯৯৯-এ কল করে বাবাকে হত্যার কথা স্বীকার করেন জান্নাত জাহান শিফা,পরে তাকে আটকের অনুরোধ করেন ওই তরুণী।খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই তরুণীকে আটকসহ মরদেহ উদ্ধার করা হয়েছে।এটনায় থানায় একটি মামলা দয়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়:০৬:৩৫ মিনিট,
৮ই মে ২০২৫ইং,
এসএমইটি/বিসিএন,