স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাভার সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আহমেদ ফয়সাল।শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,ঈদুল আযহা হলো ত্যাগ,কোরবানি ও আত্মশুদ্ধির প্রতীক। এই পবিত্র দিনে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা যেন প্রকৃত কোরবানির মানসিকতা নিয়ে মানুষের পাশে দাঁড়াই,দরিদ্র-দুঃখী ও অসহায়দের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করি।তিনি আরও বলেন,জাতীয় জীবনে আজ যে সংকট বিরাজ করছে,তা কাটিয়ে ওঠার জন্য আমাদের ঐক্যবদ্ধ ও মানবিক হতে হবে।ঈদের শিক্ষা নিয়ে সমাজে ভালোবাসা,সহনশীলতা ও সৌহার্দ্য প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলাই হোক আমাদের অঙ্গীকার।আহমেদ ফয়সাল দেশ ও জাতির মঙ্গল কামনা করে সবার সুস্থতা,নিরাপত্তা এবং শান্তি পূর্ণভাবে ঈদ উদযাপনের আহ্বান জানান।তার এই শুভেচ্ছা বার্তা শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে বলে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা জানান।
বাংলাদেশ সময়:
৫ই জুন ২০২৫ইং
এসএমএস/বিসিএন