স্টাফ রিপোর্টারঃ
বিগত সরকারের আমলে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় ওসি হিসেবে দায়িত্বে থাকা নয় পুলিশ পরিদর্শককে (নিরস্ত্র)সরকারি চাকরি থেকে অবসর দিয়েছে বর্তমান সরকার।গত রোববার(১০ই আগস্ট ২০২৫ইং)স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে জারি হওয়া নয়টি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়,সরকারি চাকরি আইন,২০১৮ইং(২০১৮ইং সালের ৫৭ নম্বর আইন)এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।এদিকে অবসরপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা হলেন- নৌ-পুলিশে কর্মরত যমুনা সেতু-পূর্ব নৌ ফাঁড়ির পুলিশ পরিদর্শক(নিরস্ত্র)মোঃ কামাল হোসেন,সিআইডির মৌলভীবাজার পুলিশ পরিদর্শক নুরুল ইসলাম,টাঙ্গাইলের মধুপুর সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দিক,ট্যুরিস্ট পুলিশের মুন্সিগঞ্জ ও পদ্মা সেতু জোনের পুলিশ পরিদর্শক মামুন অর রশিদ,নারায়ণগঞ্জ জেলার রিজার্ভ অফিসের পুলিশ পরিদর্শক এসএম কামরুজ্জামান ,সিআইডি নরসিংদীর পুলিশ পরিদর্শক আব্দুল কুদ্দুস ফকির,বগুড়ার এপিবিএন ৪ এর পুলিশ পরিদর্শক শিকদার মোঃ শামীম হোসেন,সিআইডি কন্ট্রোল রুমের পুলিশ পরিদর্শক আব্দুল লতিফসহ কুলাউড়া রেলওয়ে থানার পুলিশ পরিদর্শক মোঃ সেলিমুজ্জামান।তবে অবসরে পাঠানো কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন বলে এ প্রজ্ঞাপনে উল্লেখ করে দেওয়া আছে।এছাড়াও জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানা হয়।
বাংলাদেশ সময়ঃ-১১:২০ মিনিট,
১১ই আগস্ট ২০২৫ইং
বিপিএসই/বিসিএন