জেলা প্রতিনিধি(চট্রগ্রাম)
চট্টগ্রাম সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে ছিন্নমূল এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশীয় অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।শনিবার (৩০শে আগস্ট ২০২৫ইং)সেনাবাহিনী একটি দল বিশেষ অভিযান চালিয়ে কারখানা থেকে ৪ জন সন্ত্রাসী’কে গ্রেফতার করেন।এদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়,সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে ছিন্নমূল এলাকায় অস্ত্র কারখানা থেকে ৬টি দেশীয় অস্ত্র,৩৫ রাউন্ড খালি কার্তুজ,৫ রাউন্ড তাজা কার্তুজ,একটি চাইনিজ কুড়াল, ২০টি ছুরি ও চার্জারসহ ২টি ওয়াকিটকি,১টি মেগাফোন ৪টি প্যারাসুট ফ্লেয়ার ও অন্যান্য অস্ত্র তৈরির সরঞ্জামাদি ও যন্ত্রপাতি উদ্ধারসহ সন্ত্রাসীকে চারজন’কে গ্রেফতার করা হয়।এছাড়া গ্রেপ্তারকৃত চার আসামীকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে,এছাড়া সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
বাংলাদেশ সময়:০১:৪০ মিনিট
৩০ শে আগস্ট ২০২৫ইং
এসকেএম,